তাজা খবর: |
Monday, 17 March, 2025, at 10:47 PM | ENGLISH |
![]() |
|
সারাদেশসরাইল চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহতনিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া:
প্রকাশ :
13 মার্চ 2025, বৃহস্পতিবার,
সময় :
14:42,
পঠিত 183 বার
![]() সোমবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পরমানন্দপুর নাঈম খা'র মুদি-মালের দোকানে সামনে এ ঘটনা ঘটে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তারাবির নামাযের পর মাহিন, মাশরাফি ও বাইতুল নাঈম খা'র মুদি-মালের দোকানে সামনে বসে ছিল। এসময় হঠাৎ কোন কারন ছাড়াই মাহিন ও মাশরাফিকে ছুরিকাঘাত করে তরিকুল। পরে স্থানীয়রা মাহিন ও মাশরাফিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। আহত মাশরাফিকে ঢাকায় পাঠানো হয়৷ মাহিনের বন্ধু আহত মাশরাফি বলেন, রাতে একটি দোকানে সামনে তার বন্ধু মাহিন ও বাইতুলকে নিয়ে আড্ডা দিচ্ছিল। এমন সময় তরিকুল আইস্যা মাহিন ও আমাকে ছুরিকাঘাত করলে আমি বাইতুলকে নিয়ে কোন ভাবে পালিয়ে যায়৷ কিন্তু মাহিন মাটিতে লুটিয়ে পড়ে। এব্যাপারে নিহতের মা শাপলা বেগম বলেন, তরিকুল আমার ছেলে মাহিনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। প্রায়ই সময় তরিকুল আমাকে গালাগালি করতো। তরিকুল নেশা করি৷ আমার ছেলে হত্যার বিচার চাই। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, হত্যার পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযুক্ত তরিকুলকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে। স্কুল ছাত্রের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|