তাজা খবর: |
Tuesday, 18 March, 2025, at 12:41 AM | ENGLISH |
![]() |
|
সারাদেশদেশে অব্যাহত ধর্ষন ও নিপীড়নের বিচারের দাবিতে ইসলামি ছাত্র আন্দোলন কুষ্টিয়ার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
13 মার্চ 2025, বৃহস্পতিবার,
সময় :
13:06,
পঠিত 138 বার
![]() এছাড়াও বিভিন্ন সংগঠন ও দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ এ আন্দোলনে অংশ গ্রহণ করেন।মানববন্ধনে সরকারের কাছে দাবি তুলে নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর মানুষের প্রত্যাশা ছিল সকল শ্রেণি-পেশার মানুষ পূর্ণ নিরাপত্তা পাবে। দেশে আইনের শাসন ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা লাভ করবে। আওয়ামী দুঃশাসন যেখানে ধর্ষণের পর সেঞ্চুরি পালনের মতো ঘটনা ঘটেছিল, বিগত আওয়ামী সরকারের শেষের ছয় বছরে তিতাল্লিশ হাজার নারী ও শিশু ধর্ষনের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন রিপোর্টে জানা যায় এবং গুম-খুন ছিল নিত্য-নৈমিত্তিক ঘটনা তার চির অবসান ঘটবে কিন্তু তা পুরোপুরি সম্ভব হয়নি। এর জন্য প্রয়োজন নৈতিক শিক্ষার প্রসার, সিনেমা, নাটক ও ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা বন্ধ করা। আইনের শাসন কঠোরভাবে প্রয়োগ এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিচার ত্বরান্বিত করা।সর্বোপরি মানববন্ধনে দেশবাসীকে ইসলামী অনুশাসন মেনে চলার মধ্য দিয়ে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানান ইসলামি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|