তাজা খবর:

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে কবিরাজ আটক রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬৯ ডিএমটিসিএল কর্মীদের মারধরের ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে : মির্জা ফখরুল পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না : প্রধান উপদেষ্টা ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা Tuesday, 18 March, 2025, at 12:41 AM

ENGLISH

সারাদেশ

দেশে অব্যাহত ধর্ষন ও নিপীড়নের বিচারের দাবিতে ইসলামি ছাত্র আন্দোলন কুষ্টিয়ার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 13 মার্চ 2025, বৃহস্পতিবার, সময় : 13:06, পঠিত 138 বার

"খুন-ধর্ষন নিপীড়ন, রুখে দাড়াও জনগন" এই শ্লোগানকে সামনে রেখে দেশে অব্যাহত ধর্ষন ও নিপীড়নের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে কুষ্টিয়ায়  । বুধবার বিকেল ৪টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর সামনে ইসলামি ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার আয়োজনে ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইসলামি ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি সাজ্জাদ সাব্বিরের সভাপতিত্বে ও সেক্রেটারি রুম্মানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতী ফরিদ উদ্দিন আবরার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া সদর শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা সাইফ উদ্দীন আল-আজাদ,ইসলামি যুব আন্দোলন কুষ্টিয়া জেলার তথ্য ও গবেষণা সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। 


এছাড়াও বিভিন্ন সংগঠন ও দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ এ আন্দোলনে অংশ গ্রহণ করেন।মানববন্ধনে সরকারের কাছে দাবি তুলে নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর মানুষের প্রত্যাশা ছিল সকল শ্রেণি-পেশার মানুষ পূর্ণ নিরাপত্তা পাবে। দেশে আইনের শাসন ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা লাভ করবে। আওয়ামী দুঃশাসন যেখানে ধর্ষণের পর সেঞ্চুরি পালনের মতো ঘটনা ঘটেছিল, বিগত আওয়ামী সরকারের শেষের ছয় বছরে তিতাল্লিশ হাজার নারী ও শিশু ধর্ষনের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন রিপোর্টে জানা যায় এবং গুম-খুন ছিল নিত্য-নৈমিত্তিক ঘটনা তার চির অবসান ঘটবে কিন্তু তা পুরোপুরি সম্ভব হয়নি। এর জন্য প্রয়োজন নৈতিক শিক্ষার প্রসার, সিনেমা, নাটক ও ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা বন্ধ করা। আইনের শাসন কঠোরভাবে প্রয়োগ এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিচার ত্বরান্বিত করা।সর্বোপরি মানববন্ধনে দেশবাসীকে ইসলামী অনুশাসন মেনে চলার মধ্য দিয়ে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানান ইসলামি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com