তাজা খবর: |
Tuesday, 18 March, 2025, at 12:55 AM | ENGLISH |
![]() |
|
রাজধানীবাড্ডায় ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যুনিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
13 মার্চ 2025, বৃহস্পতিবার,
সময় :
12:53,
পঠিত 148 বার
![]() বুধবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কাজ শেষে বাসায় ফিরে কিছুক্ষণ পর আবার বাইরে বের হন তানভীর। এরপর বাড্ডা কবরস্থান এলাকায় স্থানীয় সিনিয়র গ্রুপের শাওন, সিয়াম বার্গার, মিন্টু, হাবিবসহ ৫-৭ জন যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। হামলাকারীরা তার কাছ থেকে মোবাইল ফোন ও ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। পরে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তানভীরের বাবা সাহাদুল্লাহ জানান, সিনিয়র গ্রুপের ছেলেরা এলাকায় আড্ডা মারতো। তানভীর তাদের বলেছিল 'আপনারা বড় ভাই, বড় ভাইয়ের মতো থাকবেন।' সম্ভবত এই বিষয়টি নিয়ে তারা ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে অন্য কোনও কারণ আছে কিনা বিষয়টি জানতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|