তাজা খবর:

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে কবিরাজ আটক রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬৯ ডিএমটিসিএল কর্মীদের মারধরের ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে : মির্জা ফখরুল পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না : প্রধান উপদেষ্টা ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা Tuesday, 18 March, 2025, at 12:32 AM

ENGLISH

রাজধানী

শেরেবাংলা নগর থানার পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের ধর্ষণ বিরোধী মিছিল

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 11 মার্চ 2025, মঙ্গলবার, সময় : 16:22, পঠিত 290 বার

ঢাকা, ১১ মার্চ ২০২৪: সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার (১১ মার্চ) শেরেবাংলা নগর থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে। আনুমানিক বেলা ১টার দিকে শুরু হওয়া এই মিছিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


মিছিলটি আগারগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও মিছিলে যোগ দেন, যা মিছিলে এক নতুন মাত্রা যোগ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা বিচার কর’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘আমার বোন ধর্ষিত কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘দড়ি লাগলে দড়ি দে, ধর্ষকের ফাঁসি দে’ ইত্যাদি স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে নিয়মিত প্রতিবাদ জানানো সত্ত্বেও অপরাধীরা যথাযথ শাস্তির অভাবে বারবার পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ক্যাম্পাসে নিজেদের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। নারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, "আজকে যারা শিকার হয়েছে, কাল আমরা হব না-তার নিশ্চয়তা কোথায়?"


মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। বক্তারা আরও বলেন, ধর্ষণ একটি জঘন্য অপরাধ। এই অপরাধের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশে বক্তারা ধর্ষকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একইসঙ্গে, তারা নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। যাতে ভবিষ্যতে এমন প্রতিবাদ জানানোর প্রয়োজন না হয়।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




রাজধানী পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com