তাজা খবর: |
Monday, 17 March, 2025, at 11:15 PM | ENGLISH |
![]() |
|
শিক্ষাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে ছাত্রদলচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ :
01 মার্চ 2025, শনিবার,
সময় :
22:18,
পঠিত 231 বার
![]() ১লা মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা সকাল থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নানাবিধ সহযোগিতা প্রদান করেছে। আগত ভর্তি পরীক্ষার্থীদের মাঝে তারা পানি, কলম এবং ছাত্রদলের সংগ্রাম ও ইতিহাস সংক্রান্ত বুকলেট প্রদান করে। এসময় উপস্থিত ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি আলাউদ্দীন মহসিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ সহ-সভাপতি মামুনুর রশিদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সহ আরও একাধিক নেতাকর্মী। এই সকল কার্যক্রমের মধ্যে বিশ্ববিদ্যালয়টিতে ব্যাপক সাড়া ফেলেছে দলটির ফ্রি বাইক রাইড সেবা যার মাধ্যমে ভর্তি পরীক্ষায় দেরিতে আসা শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে স্ব স্ব কেন্দ্রে পৌঁছে দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। যা নিয়ে একইসাথে প্রশাসন ও শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক প্রশংসাও কুড়িয়েছে বিশ্ববিদ্যালয়টির ছাত্রদল। সামনেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে দলটির নেতৃবৃন্দরা। এ বিষয়ে দৈনিক গণকন্ঠের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল ইয়ামিম আফ্রিদি কে বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এবারও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে আগত পরীক্ষার্থীদের সহযোগিতা করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আমলে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও ক্যাম্পাসে এত আন্তরিকতার সহিত শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারিনি। জুলাই বিপ্লবের পর নিজ ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীদের পাশে শিক্ষার্থীদের জন্য কাজ করতে পেরে সত্যিই আনন্দ বোধ করছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীবান্ধব এবং শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য সব সময় বদ্ধপরিকর। তিনি আরও বলেন, সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় উৎফলিত এবং আনন্দিত কারন ফ্যাসিস্ট আমলের ন্যায় এখন আর সেই বিশৃঙ্খলা নেই।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
শিক্ষা পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|