তাজা খবর:

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে কবিরাজ আটক রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬৯ ডিএমটিসিএল কর্মীদের মারধরের ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে : মির্জা ফখরুল পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না : প্রধান উপদেষ্টা ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা Tuesday, 18 March, 2025, at 12:52 AM

ENGLISH

শিক্ষা

জবি ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে বিএনসিসি

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 01 মার্চ 2025, শনিবার, সময় : 12:01, পঠিত 344 বার

জবি প্রতিনিধি, হাসিব 


তরুণ ছাত্রসমাজকে জ্ঞানার্জনের উপায় সম্পর্কে অবহিত করা, সর্বজনীন ব্যক্তিজীবনের শৃঙ্খলা ও সমাজে স্বেচ্ছাসেবকমূলক কাজের প্রতি উদ্বুদ্ধ করে বিএনসিসি। 


পরীক্ষাকে কেন্দ্র করে এভাবেই প্রস্তুতি নেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ১ ব্যাটেলিয়ন ব্রাভো কোম্পানি রমনা রেজিমেন্টের অন্তর্ভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্লাটুন। 


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালীন নিয়মশৃঙ্খলার দায়িত্ব পালন করছেন বিএনসিসির ক্যাডেটরা। পরীক্ষার ২ ঘণ্টা আগেই কেন্দ্রে পৌঁছে তারা পরীক্ষার্থীদের সারিবদ্ধভাবে হলে প্রবেশ করাচ্ছেন।






জবির ভর্তি পরীক্ষাকালীন সময়ে শৃঙ্খলার সঙ্গে সুন্দরভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে খাকি ড্রেস পরিহিত একদল সুশৃঙ্খল সদস্যকে ভর্তিচ্ছুদের সহযোগিতা করতে দেখা যায়। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যথাসময়ে সারিবদ্ধভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ও প্রাথমিক নির্দেশনা দেওয়াসহ পরীক্ষা কেন্দ্রের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে জবি বিএনসিসি ক্যাডেটরা। এ ছাড়া রাস্তার জ্যাম রোধে বিএনসিসি সদস্যরা ট্রাফিকের কাজ করে থাকে। সবার মধ্যে যেন এ মানবিক মূল্যবোধ, মানবিকতা ও সাংস্কৃতিক বোধের উম্মেষ হচ্ছে।




ভর্তি পরীক্ষা শুধু একজন শিক্ষার্থীর জন্য নয়, তার পরিবার ও বিশ্ববিদ্যালয়ের জন্যও এক চ্যালেঞ্জের বিষয়। হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের সমাগমে পরীক্ষার দিন ক্যাম্পাসজুড়ে তৈরি হয় ব্যস্ত পরিবেশ। শৃঙ্খলা ও দায়িত্ববোধের অনুশীলন শেষে বিএনসিসি ছুটে যান নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে হলে প্রবেশ করানো থেকে শুরু করে, অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহযোগিতা, অভিভাবকদের নিয়ন্ত্রণসহ সার্বিক শৃঙ্খলা রক্ষায় অবদান রেখে চলেছে তারা।




এ বছর চার ইউনিটে প্রায় ১ লাখ ৩৩ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক হিসেবে এসেছেন আরও দুই লক্ষাধিক মানুষ। এত বিপুল সংখ্যক মানুষকে পরিচালনা করা কঠিন হলেও, বিএনসিসি অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।




সরেজমিনে দেখা যায়,  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা। শান্তি-শৃঙ্খলা রক্ষা ছাড়াও তারা অসুস্থ পরীক্ষার্থীদের সহায়তা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাহায্য, এডমিট কার্ড দেখে পরীক্ষার রুম চেনানো এবং অভিভাবকদের অতিরিক্ত ভিড় এড়াতে সহযোগিতা করছে।




চলতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোট ৪ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিএনসিসির জবি প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) নাহিদ হাসানের নেতৃত্বে ৭টি প্লাটুন দায়িত্ব পালন করছেন।




বিএনসিসি ইনচার্জ তৌফিক হোসেন বলেন, ‘প্রতিবছরের মতো এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সার্বিক শৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করছি। জবি বিএনসিসি প্রতিবছরই সুশৃঙ্খল থেকে পরীক্ষার্থীদের সেবা দিয়ে থাকে। আজকে "সি "ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৩০ জন ক্যাডেট দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও আমরা একইভাবে দায়িত্ব পালনের আশা রাখি।’




জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘ভর্তিচ্ছুদের সহযোগিতায় বিএনসিসি, রোভার রেঞ্জারের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। প্রক্টোরিয়াল বডির পাশাপাশি তারা মূল দায়িত্ব পালন করছে। সকলের সহায়তায় এবার আমরা সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




শিক্ষা পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com