তাজা খবর:

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে কবিরাজ আটক রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬৯ ডিএমটিসিএল কর্মীদের মারধরের ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে : মির্জা ফখরুল পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না : প্রধান উপদেষ্টা ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা Tuesday, 18 March, 2025, at 12:42 AM

ENGLISH

সারাদেশ

খুলনার শেখ বাড়ি ধংসস্তুপ, বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 06 ফেব্রুয়ারি 2025, বৃহস্পতিবার, সময় : 14:40, পঠিত 253 বার

দক্ষিণাঞ্চলের ক্ষমতার কেন্দ্র বিন্দু হিসেবে পরিচিত ‘শেখ বাড়ি’। খুলনা নগরীর শের-ই বাংলা রোড এলাকার এই বাড়ির সামনে থাকতো সারি গাড়ির বহর। মধ্য রাত পর্যন্ত থাকতো লোকে লোকারণ্য। সেই বাড়িটি এখন ধংবসস্তুপে পরিনত হয়েছে।


বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পর থেকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় সেই বাড়ি। পর অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা। পরে রিক্সা, ভ্যানসহ বিভিন্ন হালকা বাহনে ওই বাড়ির ইট ও রড নিয়ে যায় মানুষ।


এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) নগরীর ২৩ শের-ই বাংলা রোডে অবস্থিত শেখ হাসিনার চাচাতো ভাইদের ‘শেখ বাড়ি’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। রাত ৯টার দিকে ২টি বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারী ওয়াল গুড়িয়ে দেয়। পরে বাড়ির ভেতরে প্রবেশ করে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।


এই বাড়িটিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, সেখ জুয়েল,শেখ সোহেল ও শেখ রুবেল বসবাস করতেন।


বুধবার দিবাগত মধ্য রাতে বুলডোজার দিয়ে ভাঙচুর করে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেখ মুজিবুর রহমানের ম্যূরাল। এর আগে ছাত্র জনতা একটি মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু হলের সামনে পৌঁছালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে জুতা নিক্ষেপ ও ভাঙচুর করে। এরপর তারা মূল ফটকের দিকে জড়ো হয়।


এক বিক্ষোভকারী শিক্ষার্থী বলেন, “এই প্রতীকগুলো আমাদের জন্য নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলো থাকা অর্থ ২৪ এর গণ আন্দোলনকে কলুষিত করা । আমাদের ক্যাম্পাসে এর ঠাঁই নেয়। স্বৈরাচারকে এভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।”


এছাড়া মঙ্গলবার রাতে খুলনায় আওয়ামী লীগ নেতাদের কয়েকটি বাড়িতে হামলা করে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com