তাজা খবর:

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে কবিরাজ আটক রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬৯ ডিএমটিসিএল কর্মীদের মারধরের ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে : মির্জা ফখরুল পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না : প্রধান উপদেষ্টা ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা Monday, 17 March, 2025, at 11:58 PM

ENGLISH

আন্তর্জাতিক

পাকিস্তানের সেনাপ্রধানকে ইমরানের চিঠি দেওয়ার বিষয়টি ‘ভিত্তিহীন’

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 05 ফেব্রুয়ারি 2025, বুধবার, সময় : 12:33, পঠিত 243 বার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছ থেকে কোনও চিঠি পাওয়ার কথা স্পষ্টভাবে অস্বীকার করেছে দেশটির নিরাপত্তাবিষয়ক সূত্রগুলো। সেইসঙ্গে সেনাবাহিনী প্রধান সাইদ আসিম মুনিরকে ইমরানের চিঠি লেখা নিয়ে সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনগুলোকে ‘ভিত্তিহীন’ বলেও উড়িয়ে দিয়েছে।


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামাটিভি।


নিরাপত্তা কর্মকর্তাদের মতে, সংবাদমাধ্যমে প্রচারিত দাবির কোনও সত্যতা নেই যে ইমরান খান সেনাবাহিনী প্রধান (সিওএএস) জেনারেল আসিম মুনিরকে চিঠি লিখেছেন।


তারা আরও স্পষ্ট করে জানিয়েছে, এ জাতীয় কোনও চিঠি এখনও পাওয়া যায়নি, এবং সংস্থাটি এটি পড়তে আগ্রহীও নয়।


নিরাপত্তাবিষয়ক সূত্র আরও বলেছে, ‘পিটিআই চিঠি লেখার নামে আরেকটি ব্যর্থ নাটক মঞ্চস্থ করার চেষ্টা করেছে। ’


তারা পুনর্ব্যক্ত করেছে, এমনকি যদি এ ধরনের কোনও চিঠি পাঠানো হয়, তবুও তা গ্রহণ করা হবে না।


কর্মকর্তারা আরও বলেছেন, ‘তারা ধারাবাহিকভাবে তাদের অবস্থান বজায় রেখেছে। পিটিআই যদি কিছু আলোচনা করতে চায় তবে তা রাজনীতিবিদদের সঙ্গে করা উচিত, সেনাবাহিনীর মাধ্যমে নয়। ’


পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান সোমবার (৩ ফেব্রুয়ারি) আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনী প্রধান সাইদ আসিম মুনিরকে চিঠি লিখে অভিযোগ করে বলেছেন, ‘সামরিক বাহিনী ও সাধারণ জনগণের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে। ’


তিনি বলেন, ‘চিঠিতে ইমরান খান এই দূরত্ব বাড়ার কারণ ব্যাখ্যা করেছেন এবং তা কমানোর জন্য কিছু পদক্ষেপের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তিনি সেনাবাহিনীর আত্মত্যাগের প্রশংসাও করেছেন। ’


ব্যারিস্টার গওহর বলেন, ইমরান খান চিঠিতে সেনাপ্রধানকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তিনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, বরং দেশের ‘সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা’। এ কারণে জনগণ ও সামরিক বাহিনীর মধ্যে দূরত্ব বাড়ার বিষয়টি তিনি সামনে এনেছেন।


চিঠিতে আল-কাদির ট্রাস্ট মামলা ও সাম্প্রতিক নির্বাচনের স্বচ্ছতা নিয়েও কথা বলা হয়েছে। এর আগে, গত ৩১ জানুয়ারি ইমরান খান পাকিস্তানের প্রধান বিচারপতিকে ২৪৯ পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছিলেন, যাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর বিস্তারিত তুলে ধরা হয়েছিল।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




আন্তর্জাতিক পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com