তাজা খবর:

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে কবিরাজ আটক রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬৯ ডিএমটিসিএল কর্মীদের মারধরের ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে : মির্জা ফখরুল পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না : প্রধান উপদেষ্টা ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা Tuesday, 18 March, 2025, at 12:08 AM

ENGLISH

জীবনের রঙ

ভেজাল প্রজন্মের বিবস্ত্রপনা- নুরে জান্নাত

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 05 ফেব্রুয়ারি 2025, বুধবার, সময় : 11:59, পঠিত 454 বার

(তরুন প্রজন্মের জনপ্রিয় কবি ও লেখিকা, অনন্যা সাহিত্য পুরূস্কার সহ বিভিন্ন পুরস্কারপ্রাপ্ত সমাজকর্মী নুরে জান্নাত তার ফেইসবুক ফেইজে সাম্প্রতিক বিষয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে একটি স্ট্যাটাস প্রকাশ করেছেন। লেখাটি হুবহু তুলে ধরা হলো।


 ------------------------------------- বিজ্ঞান গবেষণা বলেছিল ৪ মাস বয়স থেকেই স্বামী স্ত্রীর একত্রিত হবার দৃশ্য বাচ্চার মস্তিস্কে ইফেক্ট ফেলে।
(ডিসকভারি চ্যানেলের এই গবেষণা কন্টেন্ট দেখেছিলাম) গ্রামে ত বেশির ভাগ এক ঘরে ১২ বছরের ছেলে মেয়ে এবং স্বামী স্ত্রীর সংসার চলে যায় এক খাটে,এক বিছানায়,দারিদ্রতা বা অসচেতনতা,এবং শিক্ষার অভাবে। শহরেও হয়ত ৪ মাস মেইনটেন না করলেও ১২ বছর অব্দি না গেলেও সন্তান সামনে থাকে অনেক বছর অব্দিই! তার উপর হাই গ্রোথ হরমন সংক্রান্ত ব্র‍য়লার,মাছ ইত্যাদি আমারা খাই। ভেজাল খাই(একটা সিনেমাতে দেখেছিলাম এর ইফেক্টে ছেলে মেয়েরা অল্প বয়সে যৌবনপ্রাপ্ত হবে) 


বাংলাদেশ মৌসুমী বায়ুর দেশ, বইয়ে পড়েছিলাম। ম্যালথাসের জনসংখ্যা তত্ব,জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি হাবিজাবিতে সেখানে উল্লেখ ছিল নাতিশিতোষ্ণ এবং মৌসুমী বায়ুর জন্য বাংলাদেশে ছেলে মেয়েরা অন্যদেশের তুলনায় আগেই যৌবন প্রাপ্ত হয়। নেশা ভাং তো আছে.. শিক্ষাঙ্গনে প্রযনন স্বাস্থ্যে পড়া হিসেবে রয়েছে..ইত্যাদি ইত্যাদি... স্মার্ট ফোন এর অবাধ বিচরণ,নেগটিভ ব্যবহার ত আছেই। টিকটক ত আছেই। ধর্মীয় এবং সামাজিক পারিবারিক শিক্ষাবোধ ত তুঙ্গে উঠে গেছে এসময়ে।। 


প্রকাশ্যে জেনা ব্যাভিচার,,সম**কা*মকে প্রমোট করা হয়। বিবস্ত্রতাই স্মার্টনেস এটাও এই সমাজ ই শিখিয়ে নিয়ম হিসেবে গড়ে নিচ্ছে। বেহায়াপনা,নির্লজ্যতা যার যত বেশি, নষ্ট হবার দুঃসাহস যার বেশি সেই নাকি এই সমাজে ইন্টেলিজেন্ট। বুকের ওরনা ফেলে হাতি ও হাতের গঠন পরিমাপ সহজ করে দিলেই তার নাকি পোশাক সেন্স ভাল, স্মার্ট যুগে কি পরা লাগবে সে নাকি ভাল বোঝে!.. সতীত্ব নারীর অহংকার এই কথা যেই নারী বলে বা বলবে সেই নারীরে পাগল বলে দুনিয়া ভাসিয়ে দেবে... সব শেষে কালচার এমন দাঁড় করাচ্ছে এই দেশেই যে৷ শু**ই**তে** যত বেশি পারবে বা পারছে সেই হবে বা হচ্ছে গুনী,সেই হচ্ছে গুনের সাগর,সেই হচ্ছে প্রতিভাবান এবং স্মার্ট!কি হাহহাহাহাহহা.... 


এই সমাজ এই দেশ এই রাষ্ট্র এই কালচার, এই অপসংস্কৃতিকে বুকে জড়িয়ে, লালন করে, চাপিয়ে দিয়ে আর কি চায় সোনার বাংলা? এই সব ধারা ভেঙ্গে নারীর কথা বলব না, সবাই এই সব ধারা ভেঙ্গে যে মানুষ(পুরুষ/ নারী) এগিয়ে যারাব মতো মৃত্যু তুল্য সাহসে ভড় করে দাঁড়িয়ে যাবে নষ্টদের স্লোগান থামিয়ে দিতে... সে এবং তারাই দায় মুক্ত থাকবে। বাকি সবারই কম বেশি দায় আছে অকালে পেকে যাওয়া ফলের গানে সুর দিতে!. 


০৪/০২/২০২৫ সিরাজগঞ্জ সদর,সিরাজগঞ্জ। সন্ধ্যা ৭.৩৬ মিনিট .

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




জীবনের রঙ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com