তাজা খবর: |
Thursday, 6 February, 2025, at 7:39 PM | ENGLISH |
![]() |
|
খেলাফাইনাল মাতাতে বরিশালে নিশামনিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
04 ফেব্রুয়ারি 2025, মঙ্গলবার,
সময় :
20:48,
পঠিত 65 বার
![]() মঙ্গলবার সকালে ঢাকায় পা রাখেন নিশাম। বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। এতদিন নিমাশ ব্যস্ত ছিলেন দক্ষিণ আফ্রিকা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে। বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন নিশাম। ৭ ইনিংসে ৭২.৭৫ গড় ও ১৬৭.২৪ স্ট্রাইক রেটে করেছিলেন ২৯১ রান। বল হাতে অবশ্য খুব একটা সফল ছিলেন না। দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্টে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে খেলেছেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার। রোববারের ম্যাচেও তিন উইকেট নেওয়ার পর ২৪ বলে ৩২ রান করেছেন। তবে তার দলের বিদায় নিশ্চিত হয়ে গেছে সেখানে। টুর্নামেন্টে নিশামের পারফরম্যান্স অবশ্য খুব ভালো ছিল না। ছয় ইনিংসে মোট ৯৫ রান করতে পেরেছেন ১৯ গড়ে। ওভারপ্রতি প্রায় আট রান দিয়ে উইকেট নিয়েছেন সাতটি। ফাইনালে বরিশালে যোগ দিতে পারেন নিশামের স্বদেশি ফাস্ট বোলার অ্যাডাম মিল্নও। তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে খেলছেন শারজাহ ওয়ারিয়র্জের হয়ে। দলের ভাগ্যের ওপর নির্ভর করবে তার বিপিএলে খেলতে আসা।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলা পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|