তাজা খবর: |
Thursday, 6 February, 2025, at 8:13 PM | ENGLISH |
![]() |
|
আন্তর্জাতিকভারতীয়দের লাথি মেরে বের করে দিলো ট্রাম্প!নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
04 ফেব্রুয়ারি 2025, মঙ্গলবার,
সময় :
11:53,
পঠিত 147 বার
![]() ভারতের সাথে ট্রাম্পের সম্পর্ক ভালোই ছিলো। তবে ঠিক কি করণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সম্পর্কের এই টানাপোড়েন তার কারণ জানা যায় নি এখনো। এবার দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা দিয়েছিলেন অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর। যার ফলে প্রায় ২০ হাজার ভারতীয়কে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এরই অংশ হিসেবে ভারতীয় অভিবাসীদের কিছু অংশ সামরিক বাহিনীর সি-১৭ বিমানে করে ভারতে ফেরত পাঠানো হয়। ট্রাম্প শুধু যে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছেন তা কিন্তু নয়। ভারত ছাড়াও গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশেও সামরিক বিমানে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। এদিকে অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠানোর বেশ কিছু ছবি সম্প্রতি প্রকাশ করেছিল হোয়াইট হাউজ। তাতে দেখা গিয়েছিল, মানুষকে সারিবদ্ধ করে বিমানে তোলা হচ্ছে। তাদের সকলের কোমরে বাঁধা রয়েছে চেন। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর সহযোগিতা নিচ্ছেন। এদিকে ভারতীয় অভিবাসীদের এভাবে ফেরত পাঠানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে বইছে সমালোচনার ঝর। কেউবা আবার বাহবাও দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্টকে। শামীম নামের একজন ফেসবুকে লিখেছেন, ভারতের খেলা শেষ, এটা বাইডেন নয় যে যা বোঝাবেন তাই বুঝবে, এবার নিজ দেশে গিয়ে আরামে ঘুমাও। সামিয়া নামের একজন লিখেছেন, এটা আমেরিকা বাংলাদেশ নয়, সাহস থাকলে ট্রাম্পের বিপক্ষে কিছু বলো। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২য় বার দায়িত্ব গ্রহণ করার পরই অভিবাসন এবং নাগরিকত্ব নিয়ে একের পর এক কঠোর নীতি কার্যকর করছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এভাবে সামরিক বিমানে করে ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়টি দিল্লি কোন চোখে দেখবে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে ইতিমধ্যে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আন্তর্জাতিক পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|