শিক্ষাঙ্গন
বাঁধন, মীর মশাররফ হোসেন হল ইউনিট, জাবি'র সভাপতি শুভ,সম্পাদক নাঈম
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
23 জানুয়ারি 2025, বৃহস্পতিবার,
সময় :
18:28,
পঠিত 164 বার
ইখতিয়ার মাহমুদ, জাবি প্রতিনিধি। দেশব্যাপী রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোনের মীর মশাররফ হোসেন হল ইউনিটের কার্যকরী কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে।কমিটিতে সভাপতি হিসাবে আছেন বিশ্ববিদ্যালয়ের ৫০তম আবর্তনের শিক্ষার্থী মাহমুদুল হাসান শুভ এবং সাধারণ সম্পাদক হিসাবে আছেন ৫১ তম আবর্তনের নাঈম আলী।বুধবার(২২ জানুয়ারি) মীর মশাররফ হোসেন হলে নতুন কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসাবে আছেন মো: নূর হোসেন ও মো: উজ্জ্বল হাসান, সহ-সাধারণ সম্পাদক প্রান্ত চন্দ্র দাস,সাংগঠনিক সম্পাদক মো:সাকিব, সহ সাংগঠনিক সম্পাদক মো:ইস্রাফিল, কোষাধ্যক্ষ মো: আকাশ হোসাইন, দপ্তর সম্পাদক মো: নাফিস মেহেদী, প্রচার ও প্রকাশনা মো: ইমামুল হাসান, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো: সালমান নাজাফি।সভাপতি মো:মাহমুদুল হাসান শুভ বলেন, বাঁধন একটি গতিশীল স্বেচ্ছাসেবী সংগঠন।আমাদের হল ইউনিট মুমূর্ষু মানুষকে রক্ত সংগ্রহ করে দেয়া থেকে শুরু করে সাংগঠনিক সকল কার্যাবলি সম্পাদনা করে আসছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল উপদেষ্টাগণ,বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সবচেয়ে মূল্যবান সদস্যদের প্রতি, যারা আমার প্রতি আস্থা রেখেছেন এবং আমাকে এই দায়িত্ব গ্রহণ করার সুযোগ দিয়েছেন। এটি শুধু আমার নয়, পুরো ইউনিটের সম্মিলিত পরিশ্রমের ফল।অর্পিত দায়িত্ব অনেক বড় এবং চ্যালেঞ্জিং হলেও, আমি আশা করি আমরা সবাই মিলে আরও মানবসেবামূলক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে পারবো।সাধারণ সম্পাদক নাঈম আলী বলেন,'বাঁধন স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে সহায়তা করে যাচ্ছে, স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা বাঁধন-এর লক্ষ্য ও উদ্দেশ্য। আমি আমার হল ইউনিটের মাধ্যমে বাঁধন এর এই লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের লক্ষ্যে কাজ করে যাবো। সেইসাথে রক্তদানে সক্ষম ব্যক্তিদের রক্তদান এগিয়ে আসার আহবান জানাচ্ছি। রক্তের অভাবে একটি প্রাণও যেন ঝরে না যায় সেই প্রত্যয় নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। '
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
শিক্ষাঙ্গন পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|