তাজা খবর:

শেখ হাসিনাকে থামান, ফের দিল্লিকে ঢাকার বার্তা ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ইস্যুতে অন্তর্র্বতী সরকারের বিবৃতি হাসিনাবিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২ হাসিনার সুধা সদন পুরোটাই ধ্বংসস্তূপ, মালামাল নিয়ে যাচ্ছে জনতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলের ২৮ ব্যাংক হিসাব ফ্রিজ খুলনার শেখ বাড়ি ধংসস্তুপ, বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর হাসিনা, তুমি ভুল প্রজন্মের সাথে পাঙ্গা নিয়েছো: হাসনাত Thursday, 6 February, 2025, at 7:29 PM

ENGLISH

সারাদেশ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 20 জানুয়ারি 2025, সোমবার, সময় : 14:00, পঠিত 137 বার

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২। 
লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের ফিসারী এলাকায় আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হচ্ছে, সদর উপজেলার টুমচর এলাকার রফিক উল্যাহর ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও চররমনীর বাসিন্দা মুরাদ হোসেন (৩২)। 


অপরদিকে আজাদ হোসেন (৪৫) নামে আরো একজন গুরুতর আহত হয়েছে। 


পুলিশ ও স্থানীয়রা জানায়, মুরাদ হোসেনসহ তিন যাত্রী অটোরিকশা নিয়ে সদর উপজেলার চররমনী মোহন এলাকার চরআলী আহসান এলাকা থেকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের দিকে আসছিলেন। এসময় অটোরিকশাটি সড়কে উঠার সঙ্গেই মুজচৌধুরীরহাট থেকে বালুবাহি ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান মুরাদ হোসেন। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান আনোয়ার হোসেন নামে আরো একজন। গুরুতর আহত আজাদ হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল। আজাদ হোসেনের মাথায় বড় ধরনের আঘাত লেগেছে। এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।


স্থানীয়রা অভিযোগ করে বলেন প্রতিনিয়ত অবৈধ এসব ড্রাম ট্রাক বন্ধের জন্য মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসলেও এখনো তা বন্ধ হচ্ছেনা। 


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা যায়নি। চালক পলাতক রয়েছে। চালককে ধরতে অভিযান চলছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com