তাজা খবর: |
Thursday, 6 February, 2025, at 6:46 PM | ENGLISH |
![]() |
|
আন্তর্জাতিকমুক্তি পাওয়া ফিলিস্তিনিদের কাছে পেয়ে স্বজনদের কান্নানিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
20 জানুয়ারি 2025, সোমবার,
সময় :
12:26,
পঠিত 122 বার
![]() অন্যান্যরা বিটুনিয়ার শান্ত শহরতলিতে আতশবাজি জ্বালিয়ে আনন্দে মেতে ওঠে। ফিলিস্তিনি সাংবাদিক বুশরা আল-তাউইলকে ২০২৪ সালের মার্চে ইসরাইল আটক করে কারাবন্দি করে রেখেছিল। প্রথম দফায় মুক্তি পাওয়াদের মধ্যে তিনিও ছিলেন। বুশরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এএফপি’কে বলেছেন, ‘আমাকে ছিনতাইয়ের অভিযোগে ইসরাইলি সামরিক বাহিনী গ্রেপ্তার করে কারাগারে নিয়ে আমার ওপর অমানুষিক নির্যাতন চালায়।’ গাজায় হামাসের হাতে আটক আরো ৩৩ ইসরাইলি জিম্মিকে আগামী ৪২ দিনে মুক্তি দিবে হামাস। বিনিময়ে ইসরাইল প্রায় ১ হাজার ৯শ’ ফিলিস্তিনিকে মুক্তি দিবে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামাসের হাতে বন্দি তিন ইসরাইলি জিম্মির মুক্তির বিনিময়ে সাংবাদিক বুশরাসহ ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরাইল। এদিকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিদের ভীড়ের মধ্যে অনেকে আবার ইসরাইলের ‘ওফার’ কারগারটি একনজর দেখার জন্য ভীড় জমায়। রামাল্লার কাছের শহর থেকে আমান্ডা আবু শার্খ (২৩) বলেছেন, ‘আমরা এখানে কারাগারটি দেখতে এসেছি, যেখানে আমাদের স্বজনদের দীর্ঘকাল বন্দি করে রাখা হয়েছিল।’ তিনি এএফপি’কে বলেন, ‘আজকে মুক্তি পাওয়া সব বন্দিকে আমার পরিবারের সদস্যের মতো মনে হচ্ছে।’ ‘তারা আমার রক্তের সম্পর্কের না হলেও তাদের দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারছি না।’ তিনি বলেন, কারাগারের অনেক লোককে আমি চিনি।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আন্তর্জাতিক পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|