তাজা খবর: |
Tuesday, 21 January, 2025, at 6:48 AM | ENGLISH |
|
সারাদেশচট্টগ্রামে আইনজীবী সাইফুলের কবর জিয়ারত করলেন নোবিপ্রবি উপাচার্যনিজস্ব প্রতিবেদক , নোয়াখালী :
প্রকাশ :
01 ডিসেম্বর 2024, রবিবার,
সময় :
23:28,
পঠিত 261 বার
সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী সদস্য ও আই.আই.ইউ.সি.ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইলা) এর সদস্য আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর কবর জিয়ারত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। শনিবার সাইফুল ইসলাম এর চট্টগ্রাম লোহাগাড়াস্থ নিজ বাড়িতে স্বশরীরে উপস্থিত হয়ে তাঁর কবর জিয়ারত করেন নোবিপ্রবি উপাচার্য।
এসময় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। জিয়ারত শেষে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘সরকারের কাছে আহ্বান করি এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সবাই মিলে এ দেশটাকে সুন্দর করে বৈষম্যবিহীনভাবে গড়ে তুলতে চাই। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক এ দাবি জানাই।‘প্রসঙ্গত, ২৬ নভেম্বর ২০২৪ রাষ্ট্রদ্রোহ মামলায় আটক হওয়া চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ পরবর্তী সহিংসতায় নির্মমভাবে নিহত হন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|