তাজা খবর:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাধীন কমিশন গঠন ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার কেইপিজেডে ভূমি নিবন্ধন দ্রুত ও সহজে করার সিদ্ধান্ত স্বর্ণজয়ী শুটার সাদিয়া মারা গেছেন ৭২ ঘন্টায় আকাশ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন; গ্রেফতার ০২,অটো উদ্ধার Tuesday, 3 December, 2024, at 12:20 PM

ENGLISH

খেলা

লঙ্কানদের কাছে হেরেও কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 01 নভেম্বর 2024, শুক্রবার, সময় : 20:34, পঠিত 284 বার

লঙ্কানদের কাছে হেরেও কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
ওমানের বিপক্ষে ৩৪ রানের জয় দিয়ে আজ হংকং সিক্সেস টুর্নামেন্টে যাত্রা করেছিল বাংলাদেশ। কিন্তু ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৮ রানে হেরে যায় মোহাম্মদ সাইফুদ্দিন-ইয়াসির আলী রাব্বিরা। তারপরও দুই ম্যাচে ১টি করে জয়-হারে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ।


আগামীকাল শনিবার পাকিস্তানের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে নামবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের বিপক্ষে জিতে শেষ আটের টিকিট নিশ্চিত করে পাকিস্তান।


শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে ওমানের মুখোমুখি হয় বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ৬ ওভারে বিনা উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। ওপেনার জিশান আলম ১টি চার ও ৮টি ছক্কায় ১২ বলে ৫৫ রান করে টুর্নামেন্টের নিয়মনুযায়ী ক্রিজ ছাড়েন।
এছাড়া সাইফুদ্দিন ৩টি চার ও ৭টি ছক্কায় ১২ বলে ৫৫ রান করেন। ইয়াসির আলীর ব্যাট থেকে ৯ বলে ২৬ রান আসে।


১৪৮ রানের টার্গেটে ৬ ওভারে ১১৩ রানে অলআউট হয় ওমান। বল হাতে বাংলাদেশের জিশান ২ উইকেট নেন। এ ম্যাচের সেরা হন বাংলাদেশের সাইফুদ্দিন।


দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। ৬ ওভারে ৩ উইকেটে ১০৭ রান করে লংকানরা। ম্যাচে ২ উইকেট নেন জিশান।


জবাবে ৬ ওভারে ৩ উইকেটে ৮৯ রান করে ম্যাচ হারে বাংলাদেশ। ১টি চার ও ৫টি ছক্কায় ১৭ বলে সর্বোচ্চ ৪২ রান করেন সাইফুদ্দিন। জিশান ১৩ বলে ২৭ রান করেন।


সাত বছর পর আজ থেকে হংকংয়ে শুরু হয়েছে ‘হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস’ টুর্নামেন্ট। চারটি গ্রুপে এবার মোট ১২টি দল অংশ নিচ্ছে। ৬ ওভারের এই টুর্নামেন্টে আছে ছয় জনের বাংলাদেশ দলও।


আগামী ৩ নভেম্বর সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




খেলা পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com