তাজা খবর: |
Tuesday, 3 December, 2024, at 10:38 AM | ENGLISH |
|
বিনোদনপ্রেমে পড়েছেন মধুমিতাবিনোদন ডেস্ক:
প্রকাশ :
11 অক্টোবর 2024, শুক্রবার,
সময় :
22:09,
পঠিত 694 বার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ভারতীয় টেলিভিশনের বাংলা সিরিয়ালের বদৌলতে বাংলাদেশের দর্শকের কাছেও ব্যাপক পরিচিত পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। অনেক দিন ধরে কাজের খবর দিয়েই আলোচনায় ছিলেন তিনি, অভিনেত্রী এবার জানালেন তার সম্পর্কের খবর। আনন্দবাজার অনলাইনে মধুমিতা জানিয়েছেন তার নতুন প্রেমের খবর। ২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় মধুমিতার। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে তিনি সিঙ্গেলই ছিলেন। তবে এবার মধুমিতা জানালেন, দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন তিনি। মধুমিতার নতুন সম্পর্কের গুঞ্জন চাউর হয় সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট করা ছবির সূত্র ধরে। সপ্তমীর মধ্যরাতে একটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে মধুমিতার হাতের ওপর রাখা আরেকটি হাত। চারপাশে নিস্তব্ধতা। অভিনেত্রী লিখেছেন, ‘নতুন শুরু।’ আরও একটি ছবি এলো প্রকাশ্যে, সেখানে প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন। মধুমিতার পরনে কালো শাড়ি। অভিনেত্রীর সঙ্গে মিলিয়ে কালো শার্ট পরেছিলেন তার প্রেমিক। আনন্দবাজারকে মধুমিতা বলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে। তবে কি শিগগিরই চার হাত এক হবে তাদের? শুনেই অভিনেত্রী বলেন, ‘সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।’ তবে তার প্রেমিক অভিনয়জগতের কেউ নন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক অভিনেত্রীই দেবমাল্যকে অনুসরণ করেন। মধুমিতার কথায়, ‘সে কী করে, এখন একটু চাপাই থাক। ছোট পর্দায় কাজ করে পরিচিতি পাওয়া মধুমিধাকে দেখা গেছে বেশি কয়েকটি সিনেমায়। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন হিন্দি সিনেমায়ও।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
বিনোদন পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|