তাজা খবর: |
Tuesday, 3 December, 2024, at 11:35 AM | ENGLISH |
|
মাগুরা শ্রীপুর উপজেলায় বিএনপির ৪ জন নেতা স্থায়ী ভাবে বহিষ্কারনিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
10 আগস্ট 2024, শনিবার,
সময় :
18:49,
পঠিত 466 বার
মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে গত শুক্রবার ৯ আগস্ট তারিখে শ্রীপুর পুরাতন বাজারের মুদি ব্যবসায়ী সনজিব কুমারের মোটর সাইকেল আটকিয়ে ১০ হাজার টাকা জোরপূর্বক চাঁদা আদায় ও ভয়ভীতি প্রদান করে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে ৪ জন নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের পরিচয় শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, পিতা- মৃত খন্দকার আঃ মালেক, সাবেক সাংগঠনিক সম্পাদক থানা যুবদল সাজিদ হাসান আবু, পিতা- মৃত আব্দুস ছালাম মুন্সি, পূর্ব শ্রীকোল সদস্য থানা যুবদল মোঃ মিলন মন্ডল পিং-মোঃ মোকাদ্দেস, টুপিপাড়া গ্রামের যুগ্ম আহবায়ক থানা স্বেচ্ছাসেবক দল মোঃ রিপন মোল্যা পিং- মোঃ শামছেল মোল্লা। মাগুরা শ্রীপুর উপজেলা বিএনপি সদস্য সচিব মুন্সি রেজাউল করিম বলেন, বিএনপি দলের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিক জেলা বিএনপি নেতাদের জানিয়ে প্রাথমিক সদস্যপূ সহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, কোন অপরাধ মূলক কর্মকান্ডে বিএনপির সদস্যরা জড়িত হলে তাদের বিরুদ্ধে সকল প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|