তাজা খবর: |
Tuesday, 21 January, 2025, at 7:06 AM | ENGLISH |
|
জাতীয়কাল থেকে স্বাভাবিক সময়সূচিতে চলবে অফিসনিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
30 জুলাই 2024, মঙ্গলবার,
সময় :
17:41,
পঠিত 791 বার
কারফিউয়ের মধ্যে কম কর্মঘণ্টায় গত বুধবার থেকে শুরু হয় অফিসের কার্যক্রম। অবশেষে আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী অফিস চলবে। আজ মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ৩১ জুলাই থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার মধ্যে গত ১৯ জুলাই (শুক্রবার) রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরের দিন ২০ জুলাইও সাপ্তাহিক বন্ধের দিন (শনিবার) ছিল। পরে ২১ থেকে ২৩ জুলাই (রবিবার, সোমবার ও মঙ্গলবার) পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর গত বুধবার থেকে অফিস শুরু হয়। ওই দিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে অফিস চলে। পরের দিন বৃহস্পতিবারও একই সময় অনুযায়ী অফিসে চলে। মাঝে শুক্রবার, শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। এর মধ্যে পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হয়। পরে গত রবিবার, সোমবার অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আজ মঙ্গলবারও একই সময় অনুযায়ী অফিস চলে। এদিকে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে কারফিউ শিথিলের সময়ও বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ গত রবিবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জাতীয় পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|