তাজা খবর: |
Tuesday, 3 December, 2024, at 12:23 PM | ENGLISH |
|
বিনোদনএই ভুয়া আইডি আমাকে প্রতিপক্ষ বানিয়ে দিচ্ছে: মারজুক রাসেলবিনোদন ডেস্ক:
প্রকাশ :
29 জুলাই 2024, সোমবার,
সময় :
17:41,
পঠিত 1064 বার
ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিব্রত অবস্থার মধ্যে পড়েছেন গীতিকবি ও অভিনেতা মারজুক রাসেল। ফেসবুকে তাঁর নামে গড়ে ওঠা ভুয়া আইডি থেকে প্রতিদিনই নিয়মিতভাবে দেশের সরকারপ্রধানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও প্রশাসনের বিরুদ্ধে উসকানিমূলক স্ট্যাটাস দেওয়া হচ্ছে, যা নিয়ে বিব্রত এই অভিনেতা। এ জন্য গতকাল রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত মহানগর গোয়েন্দা সংস্থার অফিসে গিয়ে গোয়েন্দাপ্রধানের সঙ্গে দেখা করে এর প্রতিকার চেয়েছেন মারজুক। মারজুক রাসেলের ধারণা, ফেসবুকে তাঁর নামে ৫০টির বেশি ভুয়া আইডি আছে। এসব আইডিতে তাঁর একই ছবি ব্যবহার করা হয়েছে। কোনো কোনো ভুয়া আইডিতে তাঁর আসল আইডির চেয়েও অনুসারী বেশি। এতে তাঁকে ঘিরে বিভ্রান্তি আরও বেশি ছড়াচ্ছে বলে মনে করেন তিনি। বলেন, ‘বিষয়টি নিয়ে আমি বিব্রত। অনেক মানুষ ভেতরে-ভেতরে গভীরভাবে ভেবেচিন্তা করেন না, হুজুগে অনেক কিছুই ভেবে বসেন। তাঁরাই এখান আমাকে ঘিরে বিভ্রান্ত হচ্ছেন। শুধু তা-ই নয়, এসব স্ট্যাটাস দেখে আমার পরিবারের লোকজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবও ভুল বুঝছেন। মারজুক রাসেল আরও বলেন, ‘এই ভুয়া আইডি আমাকে প্রতিপক্ষ বানিয়ে দিচ্ছে। আমার জীবনের জার্নিতেই এমন প্রতিপক্ষ ব্যাপারটি নেই। আমি একজন অস্তিত্ববাদী মানুষ। এই গীতিকবির ভাষ্য, ‘আমি আর্ট কালচারের যেসব সেক্টরে কাজ করি, আমার লেখার নির্ভুল বানান বা আমার লেখার একটা প্যাটার্ন আছে। ভুয়া আইডি থেকে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, হচ্ছে, আমার ভাষা এমন হতে পারে না। ভুয়া আইডিগুলো দেখেও তো সাধারণ মানুষের বোঝা উচিত, এসব ফেক। কিন্তু সেটা না করে আসল আইডি ভেবে এসব ভুয়া আইডির সঙ্গে আমার অনেক ভক্ত-দর্শক জড়িয়ে পড়েছেন। মারজুকের আরও বক্তব্য, ‘আমি যে ধরনের মানুষ, যে ধরনের জীবন যাপন করি, আমি একজন অহিংস মানুষ। আমার মতো আমি থাকতে পছন্দ করি। একসময় যখন বুঝতাম না, মান–অভিমানে অনেকই কিছুই হয়তো বলেছি, লিখেছি, কিন্তু এখন তো বুঝতে শিখেছি, বুঝতে পারি, এখন আমার পক্ষে এ ধরনের উসকানি ছড়ানো মোটেই সম্ভব নয়। এর আগে বেশ কয়েকবার তাঁর আসল পেজ থেকে লাইভ করেছেন, এসব ভুয়া আইডি থেকে তাঁর অনুসারীদের দূরে থাকতে, সাড়া না দিতে অনুরোধ করেছেন। এ নিয়ে খবরও প্রকাশিত হয়েছে, জানালেন মারজুক। তিনি বলেন, ‘শুধু এই কোটা সংস্কার আন্দোলন ঘিরেই নয়, অনেক আগে থেকেই আমার নামের ভুয়া আইডি থেকে নানা ধরনের মিথ্যা–বানোয়াট কথাবার্তা স্ট্যাটাস আকারে প্রকাশিত হয়েছে। আমি লাইভ এসে বেশ কয়েকবার নিজের অনুসারীদের সতর্কও করেছি। মাঝে আমার আসল আইডি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল। ওই সময় থেকেই ভুয়া আইডিগুলো বেশি সক্রিয় হয়েছে। ভুয়া আইডিগুলো থেকে কয়েক দিন ধরে নানা ধরনের উসকানিমূলক কথাবার্তা ছড়াচ্ছে, এগুলো কি আপনার নজরে এসেছে? এ ব্যাপারে মারজুক রাসেল বলেন, ‘সব তো আর দেখতে পারিনি। কিছু কিছু দেখেছি। আইডিগুলো এমনভাবে সাজানো, সব কটি আইডিতে আমার একই ছবি, একই আইডি স্ট্যাটাস ব্যবহার করেছে। যাতে বোঝা না যায়, অনেকগুলো ভুয়া আইডি। যাঁরা এসব পরিচালনা করছেন, অতি চতুর তাঁরা। আজ গোয়েন্দা অফিসে গিয়েছিলাম। প্রতিকার চেয়ে আবেদন করেছি। বেশ আগেও আরেকবার গিয়েছিলাম সেখানে। প্রতিকারের জন্য এত দিন পরে গোয়েন্দা অফিসে গেলেন কেন? জানতে চাইলে মারজুক বলেন, ‘কয়েক দিন ধরে তো দেশের অবস্থা ভালো ছিল না। বাসা থেকে বের হইনি। এখন গেলাম। গোয়েন্দাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমার মতো আমি সবই বলে এসেছি। তাঁরা আমাকে যেভাবে পরামর্শ দিয়েছেন, সেভাবেই আমি কাজ করছি। তাঁদের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে কাজ করবেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
বিনোদন পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|