তাজা খবর: |
Sunday, 9 February, 2025, at 3:21 PM | ENGLISH |
![]() |
|
জাতীয়আন্দোলনকারীদের কঠোর বার্তা দিল পুলিশনিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
18 জুলাই 2024, বৃহস্পতিবার,
সময় :
21:21,
পঠিত 932 বার
![]() প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, চলমান কোটাবিরোধী আন্দোলনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়াসহ জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। আন্দোলনের নামে কোমলমতি নিরীহ ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে এক শ্রেণির দুর্বৃত্ত সরকারি স্থাপনা, সম্পদ এমনকি থানায় আক্রমণ করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, যা কোনভাবেই কাম্য হতে পারে না। বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা দেখিয়ে বিদ্যমান পরিস্থিতি মোকাবেলা করছে। কিন্তু দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের জানমালের নিরাপত্তায় হুমকি সৃষ্টি এবং সরকারি স্থাপনা ধ্বংসের মত ঘৃণ্য কর্মকাণ্ড অব্যাহত রাখলে পুলিশ আইনের কঠোর ও সর্বোচ্চ প্রয়োগে বাধ্য হবে, যার দায়দায়িত্ব বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও উসকানিদাতাদেরকেই বহন করতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকলকে ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ পুলিশ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জাতীয় পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|