তাজা খবর: |
Thursday, 6 February, 2025, at 7:10 PM | ENGLISH |
![]() |
|
শিক্ষাঙ্গনঢাবি উপাচার্য বললেন, ‘সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেইনিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
17 জুলাই 2024, বুধবার,
সময় :
21:31,
পঠিত 1066 বার
![]() ঢাবি উপাচার্য বলেন, ‘ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে আমরা সকল ব্যবস্থাই রাখছি। শিক্ষার্থীরা যাতে হানাহানিতে জড়িয়ে না পড়ে সেজন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে। সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নাই। তবুও আমরা আমাদের আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছি। জরুরি প্রভোস্ট কমিটির মিটিং ডেকেছি। সব প্রভোস্ট এবং আবাসিক শিক্ষকরা হলে অবস্থান করতে বলা হয়েছে। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের হুমকির মুখোমুখি না হয়, কোনো ধরনের নাশকতার ঘটনা না ঘটে এবং কারও ওপর যাতে হামলার ঘটনা না ঘটে। তার জন্য সব ধরনের নির্দেশনা রয়েছে। এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘আমরা বলে দিয়েছি কোনো বহিরাগত যাতে ক্যাম্পাসে এবং হলে প্রবেশ না করে। কেউ যদি প্রবেশ করে তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব। সেটাও আমরা প্রভোস্ট কমিটির সভায় বলে দিয়েছি। তিনি বলেন, ‘আমাদের হাতে সবকিছু নেই। আমরা চাইলেও সব কিছু করা সম্ভব না। তারপরও আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের নিরাপদে পৌঁছে দিতে। তাদের নিরাপত্তার জন্য সন্ধ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। উল্লেখ্য, আজ জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য ঢাবি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীদের আজ সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়। তবে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে পুলিশ, বিজিবি ও র্যাব। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মৃত্যুতে আজ বিকেল ৪টায় ঢাবির ভিসি চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শিক্ষার্থীরা টিএসসির দিকে আসতে চাইলে তাদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও সাউন্ডগান নিক্ষেপ করে পুলিশ। এতে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এ ছাড়া পাঁচ সাংবাদিক আহত হয়েছেন। তার আগে আরেক হামলায় আরেক সাংবাদিক আহত হয়েছেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
শিক্ষাঙ্গন পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|