তাজা খবর: |
Tuesday, 21 January, 2025, at 7:02 AM | ENGLISH |
|
রাজধানীঢাকায় সংঘর্ষে নিহত সবুজ আলী ছাত্রলীগের সদস্য, জানাজায় আ. লীগ নেতারানিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
17 জুলাই 2024, বুধবার,
সময় :
20:23,
পঠিত 533 বার
কোটা সংস্কার আন্দোলনে নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য মো. সবুজ আলীর জানাজা রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত এ জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। জানাজায় অংশ নেওয়া আওয়ামী লীগ নেতারা দাবি করেন, বিএনপি-জামায়াত–শিবিরের সন্ত্রাসীদের হামলায় সবুজ আলীর মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের সংঘর্ষের মধ্যে নিহত দুই যুবকের একজন সবুজ আলী। প্রথমে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আঙুলের ছাপ নিয়ে পরীক্ষা করে পরিচয় শনাক্ত করে। তিনি নীলফামারী সদর উপজেলার বাদশা আলীর ছেলে। জানাজা শেষে ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য সবুজের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানানো হয় কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসা পরিষদসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও। জানাজায় অংশ নিয়ে নিহত সবুজের বড় ভাই নুরুন্নবী এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন। পরে সবুজের মরদেহ তাঁর নিজ এলাকা নীলফামারীর সদর উপজেলার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানে সবুজের মরদেহ দাফনের কথা রয়েছে। এর আগে দুপুরে রাজধানীর শাহবাগে ছাত্রলীগের উদ্যোগে সবুজের জানাজা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আবদুর রহমান ও কামরুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম; সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|