তাজা খবর: |
Tuesday, 18 March, 2025, at 12:49 AM | ENGLISH |
![]() |
|
বিনোদনপরীমণির গ্যারান্টি: অন্য কোনো মানুষ আর দরকার নেইবিনোদন ডেস্ক
প্রকাশ :
21 জুন 2024, শুক্রবার,
সময় :
22:17,
পঠিত 1080 বার
![]() এবারের ঈদ-উল-আজহায় অন্য তারকাদের মতো একটি অনুষ্ঠানে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার পর্দায় রান্নাবিষয়ক অনুষ্ঠানে হাজির হয়ে জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা তুলে ধরেছেন এই নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই রান্না নিয়ে ছবি পোস্ট করতে দেখা যায় পরীমণিকে। রান্না করতে উপভোগ করেন তিনি। এ বিষয়ে উপস্থাপিকার প্রশ্নে পরীমণি বলেন, “রান্নাঘর মানেই আমার কাছে এই একটু গানটান বাজবে। এখন যেটা হয় যে একদিকে বাবুর সঙ্গে খেলি একদিকে রান্না করি। যদিও সময়টা করে উঠতে পারি না এখন।” পরীর জীবনে কোনো পারফেক্ট মানুষ যদি আসে, তাহলে তাকে কি গ্রহণ করবেন? উপস্থাপকের এই প্রশ্নে পরীমণি বললেন, “আসছে তো। এই যে দুজন অ্যাঞ্জেল আমার জীবনে, পরীর ডানা দুইটা (দুই সন্তান)। আর কে আসবে? কিসের জন্য অপেক্ষা? অন্য কোনো মানুষ আর দরকার নেই, একদম গ্যারান্টি।” পরীমনি অভিনীত ওয়েব সিরিজ “রঙিলা কিতাব” ও পশ্চিমবঙ্গের সিনেমা “ফেলুবক্সী” মুক্তির অপেক্ষায় রয়েছে। ফেলুবক্সীর শুটিং জার্নি প্রসঙ্গে পরীমণির ভাষ্য, “ওখানকার সবাই আমাকে অনেক ভালোবাসে। সেটা আমি বুঝতে পারি। আসলে বোঝা যায়। তাদের ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। বলিউডে আমার প্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানসালি।”
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
বিনোদন পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|