তাজা খবর: |
Tuesday, 3 December, 2024, at 11:23 AM | ENGLISH |
|
সারাদেশবজ্রপাতে পুড়ল ৯টি দোকান ও ৪টি সিএনজি রিকশানিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
10 জুন 2024, সোমবার,
সময় :
17:42,
পঠিত 959 বার
সিলেটের লাক্কাতুরায় বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে আগুন লেগে ৯টি দোকান ও ৪টি সিএনজিচালিত অটোরিকশা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সোমবার (১০ জুন) সকাল ৬টায় সিলেট বিমানবন্দর সড়কের লাক্কাতুরা বাজারে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার বেলাল হোসেন জানান, বজ্রপাতে দোকানে আগুন ধরে যায়। পরে আগুন কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। চারটি সিএনজিচালিত অটোরিকশা আগুনে পুড়ে যায়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন এয়ারপোর্ট থানার ওসি মোহম্মাদ নুনু মিয়া। তিনি বলেন, ধারণা করা হচ্ছে বজ্রপাত থেকে সৃষ্ট আগুনে কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির মোট পরিমাণ এখনো জানা যায়নি।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|