তাজা খবর:

ডেভিল শেষ না হওয়া পর্যন্ত চলবে অপারেশন : স্বরাষ্ট্র উপদেষ্টা গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ২২ লাশ উদ্ধার, নিহত ছাড়াল ৪৮,২০০ অপারেশন ডেভিল হান্ট’ : আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী আটক চীনে ভূমিধসে নিখোঁজ অন্তত ৩০, চাপা পড়েছে ২০০ গাড়ি বিতর্কিত দলের নিবন্ধন বাতিলের সুপারিশ বাংলাদেশের পাঠ্যবইয়ে ভারতের মানচিত্র ও তথ্য নিয়ে চীনের আপত্তি বাংলাদেশ ব্যাংকের ৩০০ কর্মকর্তার লকার খুলতে দুদকের অভিযান আজ Sunday, 9 February, 2025, at 2:28 PM

ENGLISH

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে আরও যৌন হেনস্থার অভিযোগ

আন্তর্জতিক ডেস্ক:

প্রকাশ : 14 মে 2024, মঙ্গলবার, সময় : 20:13, পঠিত 557 বার

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে আরও একটি যৌন হেনস্থার অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা পড়ল রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরে। এক নারী নৃত্যশিল্পী গত বছর রাজ্যপালের বিরুদ্ধে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। আজ মঙ্গলবার সেই তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র দপ্তরে জমা দিয়েছে পুলিশ। তবে রাজ্যপালের পক্ষ থেকে বিকেল চারটা পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।


২ মে রাজভবনের একজন চুক্তিভিত্তিক নারী কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন। তিনি রাজ্যপালের বিরুদ্ধে লিখিত অভিযোগও জানান। গত শনিবার সেই ঘটনার তদন্ত প্রতিবেদন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে জমা দিয়েছে পুলিশ।


রাজ্যপাল অবশ্য বরাবরই সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অশুভ উদ্দেশ্যে আমার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে।’ রাজভবনের তরফ থেকেও বিবৃতি জারি করে বলা হয়েছে, সংবিধানের ৩৬১ (২), (৩) ধারা অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি তদন্ত চলতে পারে না। রাজভবনের কর্মীদের তাঁর বিরুদ্ধে আনা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে প্রকাশ্যে মুখ না খোলারও নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।


তবে পুলিশ সূত্রে জানা গেছে, ২ মের অনেক আগেই ওই নৃত্যশিল্পী পুলিশের কাছে অভিযোগ দিয়েছিলেন। ওই শিল্পীর অভিযোগ, ২০২৩ সালের জুন মাসে দিল্লির একটি হোটেলে রাজ্যপাল আনন্দ বোস তাঁকে যৌন হেনস্থা করেন। একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে একটি পাঁচ তারকা হোটেলে তাঁর জন্য কক্ষ ভাড়া নেওয়া হয়েছিল। রাজ্যপালের এক আত্মীয় ওই বুকিং করেছিলেন বলে কলকাতার প্রচারমাধ্যমের একাংশ জানিয়েছে।


অভিযোগকারীকে উদ্ধৃত করে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বছরের ৫ ও ৬ জুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁর শ্লীলতাহানি করেন। কলকাতায় ফিরেই তিনি রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের তদন্ত প্রতিবেদন আজ স্বরাষ্ট্র দপ্তরের কাছে জমা পড়ল। তবে প্রতিবেদনে কী আছে, তা অবশ্য এখনো জানা যায়নি।


রাজ্যপালের বিরুদ্ধে আনা একাধিক যৌন হেনস্থার অভিযোগ ইতিমধ্যে পশ্চিমবঙ্গে নির্বাচনী ইস্যু হয়ে উঠেছে। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগকে কাজে লাগিয়ে বলতে শুরু করেছে, বিজেপি বাঙালি নারীদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি বিভিন্ন রাজ্যের রাজ্যপাল নিয়োগ করে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল বোসকেও নিয়োগ করেছে বিজেপি সরকার। তাই এই অভিযোগ সামনে এনে বিজেপির বিরুদ্ধে প্রচার করছে তৃণমূল। বিজেপি ও রাজ্যপালের দপ্তর দুই জায়গা থেকেই যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




আন্তর্জাতিক পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com