তাজা খবর: |
Tuesday, 18 March, 2025, at 12:32 AM | ENGLISH |
![]() |
|
বিনোদনবলিউডে পাড়ি দিচ্ছেন মধুমিতাবিনোদন ডেস্ক
প্রকাশ :
13 মে 2024, সোমবার,
সময় :
17:12,
পঠিত 837 বার
![]() হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, মধুমিতা সরকার একটি বলিউডের সিনেমার জন্য মনোনীত হয়েছেন। সিনেমাটির জন্য অডিশন পর্ব শেষ এবার পালা প্রস্তুতি শুরুর। সেখানে গিয়ে তিনি এই সিনেমাটির জন্য ওয়ার্কশপ করবেন এবং ভাষার প্রশিক্ষণ নেবেন। জানা যায় কেবল এটিই নয়। আরও একটি হিন্দি ওয়েব সিরিজের জন্যও তিনি প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন। তবে সেই কাজ তিনি পাচ্ছেন কিনা নির্ভর করবে অডিশনের উপর। ফলে বোঝাই যাচ্ছে মুম্বাইতে তিনি পুরোদমে কাজ নিয়েই যাচ্ছেন। কীভাবে বলিউড কাজের সুযোগ এল এই বিষয়ে তিনি সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বলিউডে কাজ করার ইচ্ছে ছিলই। কিন্তু কখনও নিজে থেকে মুম্বাইতে গিয়ে কাজের চেষ্টা করিনি। তবে আমার সিনেমা চিনির একটি রিল ভাইরাল হয়েছিল, সেটাই পরিচালক দেখেন। তারপর আমার সঙ্গে যোগাযোগ করেন।’ এই প্রসঙ্গে অভিনেত্রী আরও জানিয়েছেন, ‘আমি যে ভাষার কাজ দেখি সেখানে কাজ করার ইচ্ছে আমার আছে। অন্য ভাষায় কাজ করা অবশ্যই একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর কেরিয়ারে এখন যে পর্যায় দাঁড়িয়ে আছি তাতে এই চ্যালেঞ্জ আমার ভালো লেগেছে। তবে আমি বাংলা ছাড়ছি এমনটা নয়। এই কথাটা বললে তাতে অনেকটা দায়িত্ব ঔদ্ধত্য থাকে। আমি কখনই সেটা বলব না।’
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
বিনোদন পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|