তাজা খবর: |
Tuesday, 21 January, 2025, at 8:46 AM | ENGLISH |
|
রাজধানী১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধু পরিষদের আলোচনানিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
19 এপ্রিল 2024, শুক্রবার,
সময় :
23:20,
পঠিত 1108 বার
আজ বিকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১০ই এপ্রিল বাংলাদেশের আনুষ্ঠানিক ঘোষণাপত্র প্রকাশ ও ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস- গণপ্রজাতন্ত্রী বাংলাদের প্রথম সরকারের শপথ গ্রহণ দিবস উপলক্ষ্যে “মুজিব নগর সরকার ও আমাদের মুক্তিযুদ্ধ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যপক আ.ব.ম. ফারুক এর সঞ্জালনায় ও সভাপতি অধ্যাপক ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য স্থপতি ইয়াফেস ওসমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. এ. জেড. এম. শফিউল আলম ভূইয়া প্রমূখ। আলোচনায় অংশ নিয়ে মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, বঙ্গবন্ধুর মত এমন মহামানবের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আজ স্বাধীন। মুজিবনগর সরকারের গুরুত্ব অপরিসীম। কারণ মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম সরকার এবং এই সরকারের নেতৃত্বেই আমাদের মহান মুক্তিযুদ্ধ সফল ভাবে পরিচালিত হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব ও তাৎপর্য সুদুর প্রসারী ঘটনা। আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে এটা প্রমাণ করা যেমন জরুরী ছিল, তেমনই এই সরকারের সফল নেতৃত্বেই আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পন্ন হয়েছে। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর সরকারের শপথ গ্রহণ ঐতিহাসিক ঘটনা। এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলা গ্রামের আর্মকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথ তলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসাবে নাম করণ করা হয়। এর আগে ১০ এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক- এস.এম. লুৎফর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক- প্রকৌশলী খবির উদ্দিন, পরিবেশ ও বন সম্পাদক নেছার আহাম্মদ ভূইয়া, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক- সাখাওয়াত ইসলাম ভূইয়া,কার্যকরী সদস্য- আবুল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক- মোঃ নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক- মোঃ আজিজুল হক, সদস্য সচিব- নাফিস হোসেন দ্বীপ, কার্যকরী সদস্য কবি নাঈম আহম্মেদ, ঢাকা উত্তরের সদস্য সচিব ডা. হারুন মোর্শেদ সাজু, ঢাকা মহানগরের উপদেষ্টা- এ্যাডভোকেট দিদার আলী, পিয়ার খান, লায়ন ক্লাব অব ঢাকার কেপিটাল গার্ডেন এর প্রেসিডেন্ট, বাংলাদেশ সার্ভে এন্ড ভ্যালুয়েশন কোম্পানিস ফার্ম এন্ড ইন্ডিভিজুয়াল কনসার্ন এসোসিয়েশ এর উপদেষ্টাএবং বাংলা একাডেমির আজীবন সদস্য আল-হাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এম জে এফ, , ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন-সাধারণ সম্পাদক, বাংলাদেশ সার্ভে এন্ড ভ্যালুয়েশন কোম্পানিস ফার্ম এন্ড ইন্ডিভিজুয়াল কনসার্ন এসোসিয়েশ, আফরোজা পারভিন প্রমুখ।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|