তাজা খবর: |
Tuesday, 3 December, 2024, at 10:25 AM | ENGLISH |
|
খেলাঅলিম্পিক নিশ্চিতের লড়াইয়ে রাতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনাখেলা ডেস্ক :
প্রকাশ :
11 ফেব্রুয়ারি 2024, রবিবার,
সময় :
23:14,
পঠিত 1368 বার
প্যারিসে হতে যাওয়া বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক শুরু হতে বাকি আর চার মাস। অলিম্পিকের ফুটবল ইভেন্টে লাতিন আমেরিকা অঞ্চল থেকে সুযোগ পাবে দুটি দল। সেই দুই দলের একটি হতে রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ২টা ৩০ মিনিটে অলিম্পিকেরি টিকিট পেতে মাঠে নামবে দল দুটি। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের চূড়ান্ত পর্বে ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়াও খেলছে আরও দুটি দল প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা। এই চার দলের মধ্যে শীর্ষ থাকা দুটি দল যাবে প্যারিসে। প্রথম দুই ম্যাচের ফলাফলে ব্রাজিল ও আর্জেন্টিনা দুটি দলেরই অলিম্পিকে যাওয়ার সুযোগ থাকছে না। সমান ২টি করে ম্যাচ শেষে চার পয়েন্টে শীর্ষে আছে প্যারাগুয়ে। তাদের প্যারিস যাওয়া অনেকটা নিশ্চিত। তিন পয়েন্টে দুইয়ে ব্রাজিল, দুই পয়েন্টে তিনে আর্জেন্টিনা ও এক পয়েন্টে চারে আছে ভেনেজুয়েলা। আজ ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচে জয়ী দল পেয়ে যাবে অলিম্পিকের টিকিট। কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে ব্রাজিল। ড্র করলেও তারা পেতে পারে অলিম্পিকের টিকিট। আর্জেন্টিনার সামনে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই। রাতে অপর আরেক ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা। ড্র করলেই নিশ্চিত হবে প্যারাগুয়ের প্যারিসের টিকিট। তবে যদি হেরে যায় তবুও তাদের সামনে সুযোগ থাকছে। কারণ সমান ৪ পয়েন্ট হতে পারে তিনটি দলের। যদি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ড্র হয়, আর ভেনেজুয়েলা নিজেদের ম্যাচ জেতে তখন ৪ করে পয়েন্ট হবে ব্রাজিল, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার। তখন দেখা হবে মুখোমুখি লড়াইয়ের হিসাব। ব্রাজিল ভেনেজুয়েলাকে হারিয়েছে, হেরেছে প্যারাগুয়ের বিপক্ষে। এর আগে টোকিও অলিম্পিকের বাছাইয়ের চূড়ান্ত পর্বেও মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেবার ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। তবে সেবার বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েই মূলপর্বে খেলেছিল আর্জেন্টিনা। ব্রাজিল খেলেছিল দ্বিতীয় দল হিসেবে। তবে সেবার অলিম্পিক সেরার স্বর্ণপদক জিতেছিল ব্রাজিল।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলা পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|