তাজা খবর:

হাসিনাবিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২ হাসিনার সুধা সদন পুরোটাই ধ্বংসস্তূপ, মালামাল নিয়ে যাচ্ছে জনতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলের ২৮ ব্যাংক হিসাব ফ্রিজ খুলনার শেখ বাড়ি ধংসস্তুপ, বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর হাসিনা, তুমি ভুল প্রজন্মের সাথে পাঙ্গা নিয়েছো: হাসনাত নিয়োগ বাতিলের প্রতিবাদে সচিবালয়ের সামনে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের হাসিনার বিচার দাবিতে শাহবাগ অবরোধ Thursday, 6 February, 2025, at 6:12 PM

ENGLISH

শিক্ষাঙ্গন

ইউসেপ বাংলাদেশ'র উদ্যোগে স্মার্ট জব ফেয়ার ২০২৩

এম এ হাসান :

প্রকাশ : 28 ডিসেম্বর 2023, বৃহস্পতিবার, সময় : 19:24, পঠিত 1883 বার

দক্ষ জনশক্তি ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ২৮ ডিসেম্বর রাজধানীর মিরপুরে  ইউসেপ বাংলাদেশের উত্তর অঞ্চল "স্মার্ট জব ফেয়ার ২০২৩ " আয়োজন করে।


উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন ইউসেফ বাংলাদেশ এর সম্মানিত নির্বাহী পরিচালক ও সাবেক মুখ্য সচিব ড. মোঃ আব্দুল করিম।


স্মার্ট জব ফেয়ার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.আহমেদ মনিরুছ সালেহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ  মামুন চৌধুরী, এনডিসি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, bdjobs.com এর সিইও এ কে এম ফাহিম মাসরুর, বিকেএমই এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোঃ হাতেম,  এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ঊবায়দুর রব (সদস্য ইউসেফ বোর্ড অব গভর্নর)। অনুষ্ঠানে ইউসেপ বোর্ড এর সম্মানিত সদস্য সহকারি অর্থে পরিচালিত প্রকল্প গুলোর পরিচালক বৃন্দ নিয়োগ কর্তাবৃন্দ ও সংবাদকর্মীসহ শত শত চাকরির প্রত্যাশা যুবক উপস্থিত হয়।


ইউসেপ নির্বাহী পরিচালক ও অতিথি বৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়, স্মার্ট জব ফেয়ার উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠান টল পরিদর্শন শেষে অতিথিরা আলোচনায় অংশ নেন উক্ত স্মার্ট জব ফেয়ারে উপস্থিত নিয়োগকর্তাগণ ওয়ার্ক ইন ইন্টারভিউ এর মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক চাকরি প্রত্যাশী যুবকদের তাৎক্ষণিক নিয়োগ পত্র প্রদানের সিদ্ধান্ত নেন এবং প্রধান অতিথি নিয়োগ পতন হস্তান্তর করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে একশ চাকরি প্রত্যাশী প্রার্থীকে নিয়োগ প্রদান করা হয়।আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ইউসুফ বাংলাদেশ এর সম্মানিত নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুল করিম। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ নামক স্বাধীন একটি রাষ্ট্র গড়ার পেছনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিজেদের কারিগরি শিক্ষা সমৃদ্ধ করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনার সভায় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ কারিগরি দক্ষতা সম্পন্ন প্রান্তিক পর্যায়ের যুবকদের চাকুরীর নিশ্চিত করার জন্য নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানান।


এছাড়া বক্তারা ২০৪১ সালকে সামনে রেখে দক্ষতা নির্ভর কর্মসংস্থানের মাধ্যমে সমতাভিত্তিক জ্ঞাননির্ভর শোভন কর্ম পরিবেশ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কর্মক্ষম জন গোষ্ঠীর কাম্য ব্যবহার নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন।


ইউসেপ বাংলাদেশ কারিগরি শিক্ষায় দক্ষ মানসম্পদ গড়ার মাধ্যমে শোভন কর্মসংস্থান এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে কাজ করছে ও বাংলাদেশর অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করছে।


স্মার্ট জব ফেয়ার অনুষ্ঠানের শেষ ভাগে ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ আকর্ষণে ছিল রেনেসাঁ ব্যান্ডের নকিব খানের কালজয়ী সব গানের আয়োজন  এতে আনন্দ মুখর হয়ে ওঠে ইউসেপ এর ক্যাম্পাস প্রাঙ্গন।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




শিক্ষাঙ্গন পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com