তাজা খবর: |
Tuesday, 3 December, 2024, at 10:28 AM | ENGLISH |
|
খেলাপ্রথম সেশন শেষে ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশখেলাধুলা ডেস্ক :
প্রকাশ :
06 ডিসেম্বর 2023, বুধবার,
সময় :
12:43,
পঠিত 779 বার
ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিনের শুরুতে ৪৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪ উইকেটে ৮০ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা। শেরে বাংলায় সাবধানী ব্যাটিং শুরু করলেও ১১তম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ২৯ রানে সাজঘরের পথ ধরেন ওপেনার জাকির হাসান। মিচেল স্যান্টনারকে ছক্কা মারতে গিয়ে লং অনে কেইন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন এই বাঁহাতি ওপেনার। মাত্র ৮ রান সংগ্রহ করেন জাকির। পরের ওভারেই আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে ফেরান এজাজ প্যাটেল। ২ চারের সাহায্যে ১৪ রানে প্যাভিলিয়নের পথ ধরেন এই ডানহাতি ওপেনার। ২৯ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। এমন সময়ে আবারও টাইগার শিবিরে আঘাত আঘাত হানেন প্যাটেল। ৪১ রানের মাথায় ৫ রান করা মমিনুলকে উইকেটের পিছনে ক্যাচ দিতে বাধ্য করেন এই বাঁহাতি স্পিনার। ৬ রানের ব্যবধানে সবচেয়ে বড় উইকেটটি হারায় বাংলাদেশ। অধিনায়ক শান্তকে ৯ রানে লেগ বিফোর করেন স্যান্টনার। পঞ্চম উইকেটে বাংলাদেশের হয়ে হাল ধরেন অভিজ্ঞ মুশফিক ও দ্বিতীয় টেস্ট খেলতে নামা শাহাদাত হোসেন। পঞ্চম উইকেটে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশকে ম্যাচে রেখেছেন তারা। উইকেটকিপার ব্যাটার মুশফিক ১৮ এবং শাহাদাত ১৪ রানে অপরাজিত আছেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলা পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|