তাজা খবর: |
Tuesday, 3 December, 2024, at 12:13 PM | ENGLISH |
|
বিনোদননির্বাচন নিয়ে কঙ্গনার কণ্ঠে উল্টো সুরবিনোদন ডেস্ক :
প্রকাশ :
02 ডিসেম্বর 2023, শনিবার,
সময় :
12:30,
পঠিত 770 বার
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুধু অভিনেত্রীই নন একি সঙ্গে কট্টর বিজেপি সমর্থকও তিনি। রাজনৈতিক মতাদর্শের কারণে বারবার নানান বিতর্কের জন্ম দিয়েছেন। সর্বশেষ তার কয়েকটি সিনেমা বক্স অফিসে মুখ থুবরে পড়ে। ছবির ব্যর্থতাই যেন মানসিকভাবে ভেঙে দিয়েছে তাকে। অনেকেই বলছেন, কঙ্গনার ক্যারিয়ার শেষের পথে। এর মধ্যেই শোনা গিয়েছিল, ২০২৪-এর লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশ থেকে লড়বেন কঙ্গনা রানাউত। পরে শোনা যায়, বিজেপির জেতা জায়গা চণ্ডীগড় আসনেই দাঁড়াবেন তিনি। এই মুহূর্তে তৃতীয় বারের মতো অভিনেত্রী কিরণ খের সেখানকার সাংসদ। অবশেষে লোকসভা নির্বাচনে দাঁড়ানো প্রসঙ্গে মুখ খুললেন কঙ্গনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয় কঙ্গনার, সেখানেই হাতজোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। লেখা, ‘চণ্ডীগড়, আমি আসছি’। যার পর থেকে বিজেপির অন্দরের একাংশের ধারণা, কিরণ খেরের বদলে নির্বাচনে এবার দেখা যাবে কঙ্গনাকে। তবে অভিনেত্রীর ভাষ্য, সেই পোস্টের বিষয়ে জানেন না তিনি। পরিবারের সদস্যদের থেকে অবগত হয়েছেন তিনি। লোকসভা নির্বাচনে দাঁড়ানোর বিষয়টিও নাকোচ করেন কঙ্গনা। লোকসভা নির্বাচনের বিষয়টি উড়িয়ে দিলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুণমুগ্ধ তিনি। সামাজিক মাধ্যমে বারবার বিজেপি এবং হিন্দুত্ব নিয়ে সরব ছিলেন কঙ্গনা। বিজেপি-বিরোধীদের আক্রমণ করেছেন। তা নিয়ে বিতর্কেও জড়িয়েছেন এ অভিনেত্রী। কিছুদিন আগেও নির্বাচন প্রসঙ্গে কঙ্গনা বলেন ‘যদি শ্রীকৃষ্ণের কৃপা থাকে, নিশ্চয়ই লড়ব।’ কিন্তু এবার ঠিক উল্টো সুর কঙ্গনার কণ্ঠে। সূত্র: আনন্দবাজার
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
বিনোদন পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|