তাজা খবর: |
Thursday, 6 February, 2025, at 7:28 PM | ENGLISH |
![]() |
|
সারাদেশমাগুরা মহম্মদপুরে জাতীয় পার্টির নির্বাচনের মনোনয়ন জমা দিলেন সাধারণ সম্পাদক মুরাদ আলীমাগুরা প্রতিনিধি:
প্রকাশ :
30 নভেম্বর 2023, বৃহস্পতিবার,
সময় :
22:46,
পঠিত 1473 বার
![]() এসময় উপস্থিত ছিলেন, মহম্মদপুর জাতীয় পার্টির সভাপতি মোঃ খসরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফসিয়ার রহমান মোল্লা, মাগুরা ৪ ইউনিয়নের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক লিটু সাহেব, সাংগঠনিক সম্পাদক মোঃ নান্নু মিয়া (আমুড়িয়া), জাতীয় পার্টি শালিখা উপজেলা সভাপতি গোলাম কুদ্দুস বিশ্বাস সহ প্রমুখ। জাতীয় পার্টির মহম্মদপুর উপজেলা সভাপতি মোঃ খসরুজ্জামান বলেন, মাগুরা-২ আসনের জাতীয় পার্টির পক্ষে মোঃ মুরাদ আলীকে আমরা লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেছি। তাকে নিয়ে আমরা মাগুরা ৪ ইউনিয়ন, শালিখা ও মহম্মদপুরের নেতৃবৃন্দসহ সকলকে নিয়ে মহম্মদপুর উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছি। ভোট যদি সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ হয় তাহলে আমরা শতভাগ নিশ্চিত আমাদের লাঙ্গল প্রতীক অবশ্যই জিতবে। আমরা দক্ষিণ বঙ্গের জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে সর্বো কনিষ্ঠ এমপি হিসেবে মুরাদকে সাথে নিয়ে আমরা সংসদে যেতে চায়। জাতীয় পার্টির মনোনীত এমপি পদপ্রার্থী মোঃ মুরাদ আলী বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে আমাকে জিএম কাদের দায়িত্ব দিয়ে লাঙ্গল প্রতীক দিয়ে মাগুরা-২ আসনে পাঠিয়েছে। আমি সেই জনগণের আকাঙ্খা ও উদ্দীপনার মাঝে জনগণকে সাথে নিয়ে আজকে স্বতঃস্ফূর্ত ভাবে লাঙ্গলের প্রতীকের পক্ষে নমিনেশন ফরম মহম্মদপুর সহকারী রিটার্নিং অফিসারের কাছে ও তার অফিসে জমা দিয়েছি। আমি আশাবাদী এবং জনগণ আশাবাদী মাগুরা-২ এ যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমার লাঙ্গল প্রতীক জিতবে ইনশাআল্লাহ।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|