তাজা খবর: |
Monday, 11 December, 2023, at 2:41 PM | ENGLISH |
![]() |
|
আন্তর্জাতিকইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ৫০ দেশকে চিঠি রাইসিরআন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ :
21 নভেম্বর 2023, মঙ্গলবার,
সময় :
18:26,
পঠিত 182 বার
![]() চিঠিতে ইব্রাহিম রাইসি উল্লেখ করেছেন, ‘সরকার (ইসরায়েল) স্বেচ্ছায় তার অপরাধ বন্ধ করবে না। তাই আমাদের এই গণহত্যা বন্ধ করতে বাধ্য করা দরকার। তিনি বলেন, ইসরায়েলি নৃশংসতার অবসান ঘটাতে বিশ্বের দেশগুলোর উচিত তাদের সব উপায় অবলম্বন করা। রাইসি ফিলিস্তিনিদের ব্যাপারে পশ্চিমাদের দ্বৈত নীতির কথা তুলে ধরেন বলেন, পশ্চিমা রাষ্ট্রগুলোও মূলত ইসরায়েলি অপরাধে জড়িত। কারণ তারা অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তিনি আরো বলেন, “এটি প্রত্যাশিত যে স্বাধীনতাকামী এবং স্বাধীন দেশগুলো, বিশেষ করে মুসলিম দেশগুলো কূটনৈতিক মঞ্চে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করবে এবং ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করবে। যাতে ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা এবং হামলা বন্ধ করে। এই মাসের শুরুর দিকে আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে ১০টি তাৎক্ষণিক সমাধানের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবগুলোর উদ্দেশ্য ছিল, খুব দ্রুত গাজা সংকটের সমাধান করা। শীর্ষ সম্মেলনের সময় প্রেসিডেন্ট রাইসি অংশগ্রহণকারীদের ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন এবং এর পণ্য বয়কট করার আহ্বান জানান। এ ছাড়া ইসলামী নেতাদের প্রতি আহ্বান জানান, ইসরায়েলি সেনাবাহিনীকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা দেওয়া। অপরাধের বিচারের জন্য তেল আবিব এবং ওয়াশিংটনকে একটি ‘ন্যায্য আদালতে’ দাঁড়া করানোর কথাও বলেন। ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনের অবরুদ্ধ উপকূলীয় অঞ্চল পুনর্গঠনের জন্য একটি তহবিল গঠন এবং সেখানে ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক কনভয় পাঠানোরও প্রস্তাব দেন। ৭ অক্টোবর থেকে গাজায় গাজায় ইসরায়েলি হামলায় ১৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আন্তর্জাতিক পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|