তাজা খবর:

সেনাবাহিনীর সঙ্গে সন্ধ্যায় বসছে ইসি রণবীরের সঙ্গে অন্তরঙ্গ ১০ মিনিট, এক লাফে ৩ মিলিয়ন ছাড়ালেন তৃপ্তি ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসে "ডিপিআরসির" বিশেষ স্বাস্থ্য সেবা বিএনপির সাংগঠনিক পদে রদবদল ইসিতে দ্বিতীয় দিনের মতো চলছে আপিল শুনানি এবার নেতানিয়াহুকে পাল্টা হুমকি দিল হামাস বাত ব্যথা ও প্যারালাইসিসের সর্বাধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসায় "DPRC" Monday, 11 December, 2023, at 3:29 PM

ENGLISH

সারাদেশ

টাকা চুরির সন্দেহে থানায় অভিযোগ করাতে বয়স্ক মহিলার উপরে অতর্কিত হামলা

কুষ্টিয়া প্রতিনিধি :

প্রকাশ : 20 নভেম্বর 2023, সোমবার, সময় : 22:47, পঠিত 234 বার

কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ভড়ুয়াপাড়া বাগুলাট ইউনিয়নে নিজ বাড়িতে এসে অভিযোগ তুলে নেওয়ার কথা বলে মৃত গনিরুদ্দীন শেখ এর পুত্র মোঃ আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রী মোঃ রাশিদা খাতুন এবং তাদের নাতি ছেলে মোঃ ইমন হোসেন এর উপর অতর্কিত হামলা করেন,দুই লক্ষ্য টাকা চুরি সন্দেহের আসামী স্থানীয় প্রতিবেশী মোঃ আল আমিন হোসেন ও তার পরিবারের মোট সাতজন।১৯-১১-২৩ইং: রবিবার সকাল ৭ টার সময় কুমারখালি বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়াতে এ ঘটনা ঘটে।


 হামলার শিকার আব্দুল ওয়াদুদ জানান ১৬-১১-২৩ইং: অনুমান দুপুর ১টার সময় কুমারখালি থানাধীন কৃষি ব্যাংক,মধুপুর শাখা হইতে আমি নগদ দুই লক্ষ্য টাকা উত্তোলন করি এবং টাকাটা আমি আমার ঘরের বিছানার চাদরের নিচে রেখে দিই,টাকাটি দ্বারা আমি গরু কিনতে চেয়েছিলাম, আমাদের উপরে যারা হামলা করেছে তারা আমাদের প্রতিবেশী,বাড়ি আমাদের একই সাথে হওয়াতে আমি ব্যাংক থেকে বাসায় এসে গল্প করতে করতে আমার ঘর পর্যন্ত চলে আসি,ঠিক তখন আমি টাকাটা ব্যাগ থেকে বের করে রাখার সময় মোঃ আলামিন হোসেন দেখেছিলো।পরেরদিন সকাল অনুমান ৬টার সময় আমি বাড়ির আশেপাশের কাজগুলো করে ঘরে ঢুকে টাকা নিতে গিয়ে দেখি আমার একটি টাকা ও সেখানে নেই,এরপর পরই আমি বাদী হয়ে সন্দেহাতীত ভাবে আলামিনের বিরুদ্ধে কুমারখালি থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করি।


এরপরেই আমার বাড়িতে এসে অভিযোগ তুলে নেওয়ার জন্য জোরজবরদস্তি গালিগালাজ করতে থাকে আলামিন সহ ৭জন। এসময় আমার স্ত্রী ও নাতি ঘর থেকে বের হয়ে এসে গালিগালাজ করতে নিষেধ করলে আলামিন ও তার তার পিতা আল্লেক হোসেন এবং তার চাচা আমজাদ হোসেন,মোহাম্মদ আলী,চাচাতো ভাই ইমরাস হোসেন, মাতা সর্জিনা খাতুন,চাচি রেনু খাতুন সহ পুরো পরিবারের মোট সাতজন এগিয়ে এসে,আমি ও আমার স্ত্রী ও নাতিকে তাদের সবার হাতে থাকা কাঠের বাটাম,রাম-দা,হাঁসুয়া,দিয়ে অতর্কিত আক্রমণ করে শরীরের বিভিন্ন জায়্গায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।এদিকে প্রত্যক্ষদর্শী দেলওয়ার হোসেন, পারভীন আক্তার ও চামেলী খাতুন জানান,আমরাও আব্দুল ওয়াদুদ ভাইয়ের প্রতিবেশী, আলামিন হোসেন টাকা চুরি যদি না ই করবে,তাহলে থানার অভিযোগ তুলে নেওয়ার জন্য পুরো পরিবারকে নিয়ে গিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে জোরজবরদস্তি ও মারপিট কেনো করবে?, আমরা চিল্লাপাল্লার আওয়াজ শোনা মাত্রই তাৎক্ষণিক ওখানে গিয়ে আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রী রাশিদা খাতুন এই দুই বুড়া-বুড়ি সহ তাদের নাতি ইমন হোসেন কে জখম অবস্থায় দেখে কুমারখালি থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করি। এবিষয়ে কুমারখালি থানার অফিসার ইনচার্জ বলেন,আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি,অভিযোগ ও পেয়েছি,তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোনঃ +৮৮-০২-৯৬৬৬৬৮৫, ৯৬৭৫৮৮৫, ৯৬৬৪৮৮২-৩, ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮০-১৯২৬৬৬৭০০২-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com