তাজা খবর:

সেনাবাহিনীর সঙ্গে সন্ধ্যায় বসছে ইসি রণবীরের সঙ্গে অন্তরঙ্গ ১০ মিনিট, এক লাফে ৩ মিলিয়ন ছাড়ালেন তৃপ্তি ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসে "ডিপিআরসির" বিশেষ স্বাস্থ্য সেবা বিএনপির সাংগঠনিক পদে রদবদল ইসিতে দ্বিতীয় দিনের মতো চলছে আপিল শুনানি এবার নেতানিয়াহুকে পাল্টা হুমকি দিল হামাস বাত ব্যথা ও প্যারালাইসিসের সর্বাধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসায় "DPRC" Monday, 11 December, 2023, at 3:31 PM

ENGLISH

সারাদেশ

থানায় অভিযোগ করায় অসহায় বৃদ্ধার হাত ভাঙলো যুবক

দোহার (ঢাকা) প্রতিনিধি:

প্রকাশ : 19 নভেম্বর 2023, রবিবার, সময় : 22:58, পঠিত 226 বার


ঢাকার দোহারের নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া এলাকায় বাড়িতে ঢুকে সাফিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার হাত ভেঙ্গে দিলো একই এলাকার মাসুদ খালাসী নামে এক যুবক। এনিয়ে থানায় অভিযোগের পরেও কোন প্রতিকার না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় সাফিয়া বেগম। 


তিনি অভিযোগ করে বলেন, গত তিন বছর আগে তার ছেলে জাফরকে সুদে তিন লাখ টাকা দেয় একই এলাকার আলা খালাসীর ছেলে মাসুদ খালাসী। সেই টাকার জন্য জাফরকে না পেয়ে সাফিয়াকে চাপ দেয় মাসুদ। বিভিন্ন সময় হুমকি দিয়ে বাড়ি দখল করতে যায়। সাফিয়া আরও বলেন, তার ছেলে তাকে আলাদা করে দিয়েছে অনেক আগে। মাসুদকে এটি বলার পরেও কোন কথা না শুনে বারবার ধরে নিয়ে শারীরিক আঘাত করলে তিনি দেড় লাখ টাকা দেন। এতেও ক্ষান্ত না হয়ে আবারও টাকার জন্য সাফিয়াকে হুমকি দেয় মাসুদ। পরে সফিয়া থানায় অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার সকাল ১১ টার দিকে তার বাড়িতে ঢুকে ইউপি মেম্বার বিল্লাল খালাসীর উপ¯ি’তিতে চেয়ার দিয়ে এলোপাথারী আঘাত করে শাফিয়ার হাত ভেঙ্গে দেয় মাসুদ। অহত অব¯’ায় তাকে উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


ঘটনা¯’লে থাকা ইউপি মেম্বার বিল্লাল খালাসী ঘটনার সত্যতা শিকার করে বলেন,আমি মাসুদকে উত্তেজিত হতে নিষেধ করার পরেও এমন ঘটনা ঘটায়। বিষয়টি দু:খজনক।
এবিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা ফুলতলা ফাঁিড়র এসআই মেজবাহ উদ্দিন শেখ বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে এঘটনার বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে এব্যাপরে জানতে অভিযুক্ত মাসুদ খালাসীর বাড়িতে গেলে তাকে পওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিক ফোন দিলে তার পরিবারের সদস্যরা জানান তিনি বাসায় নেই।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোনঃ +৮৮-০২-৯৬৬৬৬৮৫, ৯৬৭৫৮৮৫, ৯৬৬৪৮৮২-৩, ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮০-১৯২৬৬৬৭০০২-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com