তাজা খবর: |
Monday, 11 December, 2023, at 3:32 PM | ENGLISH |
![]() |
|
বিনোদনবিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই সানিয়া-শোয়েবের নতুন শোর ঘোষণাবিনোদন ডেস্ক :
প্রকাশ :
18 নভেম্বর 2023, শনিবার,
সময় :
18:56,
পঠিত 249 বার
![]() ‘দ্য মির্জা মালিক শো’ প্রচারিত হবে পাকিস্তানি ওটিটি প্ল্যাটফর্ম ‘উর্দুফ্লিক্স’-এ। উর্দুফ্লিক্স তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। তবে কী ধরনের শো, সেটা জানা যায়নি। এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা তাঁদের বিচ্ছেদের খবর কি তবে মিথ্যা ছিল? অনেক ভক্ত প্রশ্ন তুলেছেন, পাকিস্তানি নায়িকার সঙ্গে শোয়েব মালিকের প্রেমের গল্প কি সাজানো ছিল? এত দিন যা হলো, তা কি সানিয়া-শোয়েব দম্পতির নতুন শোর প্রচারণার কৌশল? গত কয়েক দিনে তাঁদের সম্পর্ক নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হলেও এ নিয়ে দুই তারকার কেউই মুখ খোলেননি। তবে সানিয়া-শোয়েবের কথিত বিচ্ছেদ নিয়ে নতুন খবর দিয়েছে পাকিস্তানি গণমাধ্যমগুলো। দুই তারকার একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সানিয়া-শোয়েবের কিছু আইনি জটিলতা রয়েছে। সেসব জটিলতা মেটানোর পর তাঁরা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিতে পারেন। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়িক চুক্তি থাকার কারণে এখনই বিচ্ছেদের বিষয়ে মুখ খুলছেন না তাঁরা। ২০১০ সালে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক বিয়ে করেন। ২০১৮ সালে তাঁদের পুত্রসন্তানের জন্ম হয়। এক সপ্তাহ আগে দুবাইয়ে একসঙ্গে তাঁরা সন্তানের জন্মদিন উদ্যাপন করেছিলেন।কিছুদিন আগে পাকিস্তানি একটি সাময়িকীর ফটোশুটে অন্তরঙ্গ ভূমিকায় দেখা গেছে শোয়েব মালিক ও পাকিস্তানি নায়িকা গায়িকা আয়েশা ওমরকে। এরপরই তাঁদের প্রেমের গুঞ্জনের খবর এসেছে গণমাধ্যমে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
বিনোদন পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|